Sunday, October 27, 2019

আর পলিটিক্স নয়...

বাবা বলেছে
একটা কবিতা লিখতে
পলিটিক্স নিয়ে ঘাটা ঘাটি না করতে
বলেছে, তুই তো ভালই কবিতা লিখতিস,
লিখতে পারবি, সাতে স্বপ্নেও ভাবিনি! 
একই কথা শোনা যায় মুখে মেজদার,
বলছে এবার থেকে...খবরদার
যদি আর কোনোদিন দেখি পলিটিক্স
নিয়ে পোস্ট বা মিম শেয়ার করেছিস
বুঝতে চেষ্টা কর পরিস্থিতিটা,
বুঝতে চেষ্টা কর একবার!
বউটাও সাথে তালমেলায়,
বলে, তোমার নামে একি শুনছি!
তুমি নাকি পলিটিক্স নিয়ে হেনাতেনা
করে যাচ্ছ পোস্ট বাবু সোনা?
এদিকে বাবা যায় রেগে
মা যায় ক্ষেপে,
দাড়াও তোমায় দেখে নেবার দিন গুনছি।
তাই এই কবিতাটা আমার মতই
নিরীহ, গোবেচারা
আর এই কবিতাতে
পলিটিক্স, মলিটিকস, দলিটিকস,
কেউ থাকছেনা তারা
আর এই কবিতাটা আমার মতই
নির্বাক, দিশেহারা
গণতন্ত্র, ফন্ত্র, মন্ত্র,
ছুটি নিচ্ছে যেন আজ তারা।।

বিজেপি আর তৃণমূলের উষ্ণকীতে নতুন ভাবে, বিজফুটিত প্রাণনাশ!

                                 
যেখানে উগ্রপন্থীপ্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছিলো একটা সময়, সেখানেই ভোটের লোভে, বিষ ঢেলে জাঁকিয়ে দেওয়া হচ্ছে আক্রোশের মূলমন্ত্র!তুমি পড়ছো,তুমি বলছো, "কি! এটা কি করে সম্ভব?"ডুবে যাওয়া একটা শহরের, একটা রাজ্যের,ইন্টারনেট পরিষেবা বিগত তিন দিন যাবৎ সম্পূর্ণ ভাবে বন্ধ!আজ আমার শহরে ঘটছেকাল তোমার শহরেও হইবেআর কতদিন বলো লোকেরামুখবুঝে সব সইবে?তোমার অজ্ঞাত হতে পারে,তবে জগতের সেটা নয়,আমি বলছি কারণ বিশ্বাস করি,এটাই জেগে ওঠার সময়!

Tuesday, March 5, 2019

চশমাটা শুধু কান্না ঢাকতে পারে

চশমাটা শুধু কান্না ঢাকতে পারে
মনের কান্না তুমিও শুনতে পাওনি 
চশমা দিয়েই লুকিয়ে রাখছি কান্না
মনে মনে ভাবি আজও হারিয়ে যাওনি


কতো মানুষ কতো মানুষ থেকে দূরে
যাচ্ছে ক্রমশ আজ সরে,
কতো মানুষ, আজই হারিয়ে যাবো ভেবেও
ফেরত আসছে দিনের শেষে নিজে ঘরে।


মানুষ কতো বেইমান হলে পরে
ছেড়ে যাবনা, ছেড়ে যাবনা করেও চলে যায়
কতো হাত কতো হাত আঁকরে রাখে
তবু হাতটা কি আর আঁকরে রাখা যায়?


চশমাটা সেই দুঃখ ভোলাতে পারে, 
যদিও মনের দুঃখ কেউই শুনতে পায়নি
চশমা দিয়ে লুকিয়ে রাখা চোঁখ দুটো
ওরা আজ ছল-ছল কিনা কেউ জানতে চায়নি।।